বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

এবারও বাতিল হতে পারে জেএসসি-জেডিসি পরীক্ষা

 প্রকাশিত: ১৩:১৭, ২১ জুন ২০২১

এবারও বাতিল হতে পারে জেএসসি-জেডিসি পরীক্ষা

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে এবারো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, অন্য বছর এ সময়ে রেজিস্ট্রেশন, ফর্ম পূরণসহ আনুষঙ্গিক কাজ করা হয়। প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণকাজ শুরু হয়। আর নভেম্বরে অনুষ্ঠিত হয় জেএসসি-জেডিসি পরীক্ষা। তবে এবার এ নিয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, এবার নাও হতে পারে জেএসসি-জেডিসি পরীক্ষা। এ নিয়ে প্রস্তুতি বলতে রেজিস্ট্রেশন করে রাখা হয়েছে। এছাড়া অন্য কোনো প্রস্তুতি এখনো শুরু হয়নি।

এদিকে এরই মধ্যে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হচ্ছে না বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: