শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

ফিচার

এবার চশমার মধ্যেই স্মার্ট ফোনের সুবিধা!

 প্রকাশিত: ১৪:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২১

এবার চশমার মধ্যেই স্মার্ট ফোনের সুবিধা!

প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। পৃথিবীর সবগুলো প্রযুক্তি কোম্পানি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে নতুন কিছু করার জন্য।

ব্যবহার সহজ করার জন্য। সেই ধারাবাহিকতায় এবার নাকি এবার বাজারে আসতে যাচ্ছে স্মোর্ট ফোনের সুবিধা নিয়ে ‘স্মার্ট গ্লাস’ বা স্মার্ট চশমা।  

অ্যাপল, স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি এই চশমা তৈরির গবেষণা চালাচ্ছে। এই চশমায় এআর (Augmented Reality) প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে।  

নতুন খবর হলো চীনা কোম্পানি শাওমি এই স্মার্ট গ্লাস তৈরি শুরু করেছে।  

জানা গেছে, এই চশমায় ছবি ও ভিডিও দেখা যাবে, আলাদা করে রাখাও যাবে। ফোনের নোটিফিকেশন দেখা যাবে। হেডফোন ছাড়াই শোনা যাবে গান।  

মজার বিষয় হলো, এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশনে ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে। সাউন্ড ও ভিজুয়াল, দুরকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: