শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

এডিটর`স চয়েস

এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন আব্দুল রাজাক গুরনাহ

 প্রকাশিত: ২১:৩৮, ৭ অক্টোবর ২০২১

এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন আব্দুল রাজাক গুরনাহ

২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ-তানজানিয়ান ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনাহ।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, আফ্রিকার উপসাগরীয় অঞ্চলের শরণার্থীদের বিড়ম্বনা এবং বিভিন্ন মহাদেশের বিবিধ সংস্কৃতি ও ঔপনিবেশিকতার প্রভাবকে আপসহীন গভীর মানবিক অন্তর্দৃষ্টিতে তুলে এনেছেন তিনি।

৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে র‌য়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল ঘোষণা করে।

তানজানিয়ার জানজিবারে ১৯৬৮ সালে জন্ম নেওয়া আব্দুল রাজাক গুরনাহ যুক্তরাজ্যে সাহিত্য চর্চা করছেন।

এ পর্যন্ত ১০টি উপন্যাস লিখেছেন এই লেখক। তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে—মেমোরি অব ডিপার্চার (১৯৮৭), প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১) ও ডেজারশন (২০০৫)। এছাড়াও তিনটি  ছোটগল্পের বই এবং প্রবন্ধ রয়েছে তার।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: