বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ইসলাম

একটি হাদিসের মাধ্যমেই জীবন হয়ে উঠবে আরো উপভোগ্যময়!

 প্রকাশিত: ০৯:২৫, ১৩ জুলাই ২০২১

একটি হাদিসের মাধ্যমেই জীবন হয়ে উঠবে আরো উপভোগ্যময়!

শুধু একটি হাদীস যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে আমাদের জীবন সর্বাঙ্গীনভাবে সুন্দর  ও চমৎকার হয়ে উঠবে। 

এ হাদীসটি যদি আমরা মেনে চলতে পারি, জীবনের কোনো দুশ্চিন্তাই আমাদের উপর প্রভাব ফেলবে না। হাদীসটি হলো,

হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, “যদি তোমরা চারটি গুণ অর্জন করতে পারো, তবে দুনিয়ার হারানো বস্তু নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই: আস্থা, সত্য কথা, উত্তম চরিত্র এবং খাবারে সংযম।” (আহমদ) 

এ হাদীসে চারটি গুণ অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। যথা:

১. আস্থা অটুট রাখা 
রাসূল (সা.) আমাদের আদেশ দিয়েছেন, আমাদের উপর মানুষের আস্থাকে বজায় রাখতে। অর্থাৎ, অন্য মানুষ যাতে কোনো কাজে আমাদের উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস রাখতে পারে। এজন্য এমন কোনো কাজ করা যাবেনা, যাতে করে মানুষের এ আস্থা ভেঙে যায়। নিজের সামান্য লাভের জন্য কারো সাথে প্রতারণা করা, কাউকে ঠকানো আমাদের উচিত হবেনা।  

২. সত্য কথা
রাসূল (সা.) এর অপর এক হাদীসে বলা হয়েছে, একজন মুসলিম আর যেকোনো গুনাহই করতে পারে তবে সে কখনোই মিথ্যা বলতে পারেনা এবং কখনোই প্রতারণা করতে পারেনা। সুতরাং, আল্লাহর বান্দা হিসেবে আমাদের কখনোই উচিত নয় মিথ্যা বলা। 

৩. উত্তম চরিত্র
একজন উত্তম মুসলিম এবং আল্লাহর উত্তম একজন বান্দার মৌলিক বৈশিষ্ট্য হলো তার উত্তম চরিত্র। লুকমান (আ.) বলেছেন, “আমি কখনোই নীরবতার জন্য অনুশোচিত হইনি বরং আমি যা বলেছি তার জন্য অনুশোচনা করেছি।” 

সুতরাং, আমাদের সকলের কথায় ও কাজে চরিত্রকে সমন্বয় ও সুন্দর করে নেওয়া প্রয়োজন। 

৪. খাবারে সংযম
খাবারে সংযম ও পবিত্রতা অবলম্বন মানুষের জীবনকে সুন্দর করে। এর মাধ্যমে আমাদের জীবন বরকতে পূর্ণ হতে পারে।

অতিরিক্ত আহার ও খাবারে অসংযমে আমাদের শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। পাশাপাশি এর জন্য যদি অসৎ উপায়ে উপার্জন করতে হয়, তবে তা আমাদের চরিত্রের জন্যই অসম্মানের। 

রাসূল (সা.) এর অন্য এক হাদীসে এসেছে, যে ব্যক্তি নিজের পরিবারের জন্য হালাল উপায়ে উপার্জন করে এবং এজন্য তার হাতে ফোসকা পড়ে যায়, তবে তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ হয়ে যাবে।

আল্লাহ আমাদের সকলকে এই চারটি গুণ অর্জনের তৌফিক দান করুন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: