বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

ঋণের অর্থ খরচে পদ্মা রেল লিংক থেকে বঙ্গবন্ধু রেলসেতু এগিয়ে

 প্রকাশিত: ২২:১১, ৪ সেপ্টেম্বর ২০২০

ঋণের অর্থ খরচে পদ্মা রেল লিংক থেকে বঙ্গবন্ধু রেলসেতু এগিয়ে

প্রকল্পের আওতায় বৈদেশিক ঋণের অর্থ খরচে এগিয়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প। ২০১৯-২০ অর্থবছরের ১ হাজার ৭৪১ কোটি টাকা প্রকল্পঋণ ছিল, যার ৯৮ শতাংশই খরচ হয়েছে। সেখানে বৈদেশিক ঋণ খরচ হয়নি বললেই চলে পদ্মা রেল লিংক।
 
সদ্য সমাপ্ত (২০১৯-২০) অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) রেলপথ মন্ত্রণালয়ের আওতাভুক্ত মোট ৪১টি (৩৭টি বিনিয়োগ ও ৪টি কারিগরি সহায়তা) প্রকল্পের অনুকূলে মোট ১০ হাজার ২৪৯ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৮২৭ কোটি টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে পাওয়া গেছে ৭ হাজার ৪২২ কোটি টাকা। এই ৪১টি প্রকল্পের অনুকূলে ২০১৯-২০ অর্থবছরে জুন পর্যন্ত মোট ৬ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয় হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ১৯১ কোটি টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সংশোধিত এডিপির বাস্তবায়ন অগ্রগতির ওপর সভা করেছে। সভার কার্যপত্র পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রেল মন্ত্রণালয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: