শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

উপকূল মুখী ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

 প্রকাশিত: ১৭:০৩, ৩ ডিসেম্বর ২০২১

উপকূল মুখী ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

বঙ্গোপসাগর নিকটবর্তী ভারতের কয়েকটি প্রদেশ ও বাংলাদেশে চলছে শীত মৌসুম। এর মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। এ সময় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‌‌‘নাগাদ’ ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’ পরিণত হবে। শনিবার ভোরে এ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে ভারতের আবহাওয়া দফতরের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার আগে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, থাইল্যান্ড থেকে আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শীত মৌসুম হওয়ায় তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: