বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ‘অপরাজেয় সামরিক বাহিনী’ গড়ে তোলার অঙ্গীকার

 প্রকাশিত: ১৯:২৭, ১২ অক্টোবর ২০২১

উত্তর কোরিয়ায় ‘অপরাজেয় সামরিক বাহিনী’ গড়ে তোলার অঙ্গীকার

মার্কিন প্রতিকূল নীতির মুখে একটি ‘অপরাজেয় সামরিক বাহিনী’ গড়ে তোলার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনটিতে কিম জং উনের বরাত দিয়ে বলা হয়েছে, আত্মরক্ষার্থে অস্ত্র উন্নয়ন করছেন তারা। তবে সেটা যুদ্ধ শুরু করার জন্য নয়।

জানা গেছে, বিরল এক প্রযুক্তি প্রদর্শনীতে এসব মন্তব্য করেছেন কিম জং উন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না।

তিনি আরো বলেছেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করছি না। যুদ্ধকেই ঠেকাতে চাই। আর জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ এড়ানোর সক্ষমতা বাড়াচ্ছি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: