বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি সামরিক জোটের বিমান হামলা

 প্রকাশিত: ২০:৩৬, ৮ আগস্ট ২০২০

ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি সামরিক জোটের বিমান হামলা

ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি সামরিক জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় জনই শিশু। চলতি মাসে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে শিশুদের লক্ষ্য করে চালানো দ্বিতীয় ভয়াবহ হামলা এটি।

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে। বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থপুষ্ট ইয়েমেন সরকার উত্তরাঞ্চীয় এলাকায় অন্তত ছয় দফা বিমান হামলা চালায়। প্রাথমিকভাবে তারা জানায়, অন্তত ২০ জন নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

গেলো কয়েক বছর ধরে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে সৌদি জোট। তাদের অব্যাহত বিমান হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিয়ের অনুষ্ঠান। জোটের এমন নিষ্ঠুরতা আন্তর্জাতিক অঙ্গণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্রদের ভাবমূর্তিকে চরম সংকটে মধ্যে ফেলেছে।

ইয়েমেন সংঘাতে এক লাখের বেশি মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে ৩০ লাখের বেশি। দুই-তৃতীয়াংশ মানুষ নির্ভর করে খাদ্য সহায়তার উপর। ইয়েমেনের এ পরিস্থিতিকে পৃথিবীর ভয়াবহতম মানবিক সংকট আখ্যা দিয়েছে জাতিসংঘ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: