শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের মার্কিনবিরোধী বিশাল মিছিল

 প্রকাশিত: ১০:৩৩, ২৬ জানুয়ারি ২০২১

ইয়েমেনে হুতিদের মার্কিনবিরোধী বিশাল মিছিল

ইয়েমেনের রাজধানী সানাসহ সারা দেশের বহু শহরে হুতি বিদ্রোহীদের সমর্থনে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভকারীরা হুতিদের ওপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। খবর এএফপির।

বিক্ষুব্ধ ইয়েমেনিরা আমেরিকাকে ‘সন্ত্রাসবাদের প্রকৃত উৎস’ এবং ইয়েমেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল হোতা হিসেবে আখ্যায়িত করেন।

বিক্ষোভকারীরা এ সময় মার্কিন ও ইসরাইলি পণ্য বর্জনের জন্য ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানান।

এক বিবৃতিতে  বিক্ষোভকারীরা বলেন, আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যে মানবতাবিরোধী আচরণ করছে সেটিই প্রকৃত সন্ত্রাসবাদ।

ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনে অর্থ, অস্ত্র ও রসদ সরবরাহ করে মার্কিন সরকার যে সহযোগিতা করছে, সেটিই সন্ত্রাসবাদ।

ট্রাম্প সরকার ক্ষমতা ত্যাগ করার মাত্র ৯ দিন আগে গত ১১ জানুয়ারি হুতিদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখে যায়।

বিশ্বের বহুদেশ ও আন্তর্জাতিক সংস্থা ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে মার্কিন প্রশাসন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: