মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির বামপন্থীরা

 প্রকাশিত: ১১:৫০, ১০ আগস্ট ২০২০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির বামপন্থীরা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির বামপন্থীরা। রাজধানী জেরুসালেমে তার বাসভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ ও করোনা সংকটে ব্যর্থতার কারণে তাঁর পদত্যাগের দাবি করছে আন্দোলনকারীরা। জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন, বিভিন্ন রাস্তার মোড়, ব্রিজের নিচে জড়ো হয় বিক্ষুব্ধরা।

বিক্ষোভ থেকে নেতানিয়াহুর উদ্দেশে বড় করে ব্যানারে লেখা হয়, ‘আপনার সময় ঘনিয়ে এসেছে’। তারা ইসরায়েলের পতাকা নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধদের অভিযোগ, সরকার মহামারি থামাতে ব্যর্থ হয়েছে।

একইসঙ্গে, কর্মসংস্থান কমে যাচ্ছে, ব্যবসা ক্ষতিগ্রস্থ হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই এ ধরনের বিক্ষোভ চলছে ইসরায়েলে। দেশটির গণতন্ত্র ধ্বংসের অভিযোগও আনা হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে। শনিবার নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এক বিবৃতিতে এই আন্দোলনকে ‘বামপন্থীদের দাঙ্গা’ বলে আখ্যায়িত করেছে।

একইসঙ্গে তাদের দাবি, ইসরায়েলি টিভি চ্যানেলগুলোও বামপন্থীদের আন্দোলনকে উৎসাহিত করছে। এদিকে বিক্ষোভের মধ্যেই নেতানিয়াহু তাঁর টুইটার পাতায় লেখেন, তাঁর সরকার ইসরায়েলের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: