শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২১ জন গ্রেফতার

 প্রকাশিত: ১৭:১০, ১৬ মে ২০২১

ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২১ জন গ্রেফতার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২১ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ‘শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে’ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। 

শনিবার এক বিবৃতিতে কাশ্মীরের পুলিশ এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কারা ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক অবস্থাকে ব্যবহার করে কাশ্মীরে শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে, সেদিকে কড়া নজর রাখছিলেন তারা। পুলিশ বলছে, জনগণকে উসকে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু তারা বরদাশত করবেন না।

শনিবার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করেছেন। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন এবং গ্রাফিতি এঁকেছেন। এর মধ্যে একটি বড় অংশকে ‘এমন আর না করার শর্তে’ তাদের বাবা-মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেয়ার পরে ছেড়ে দেয়া হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: