শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীন-অস্ট্রেলিয়ার সম্পর্ক নিম্নমুখী

 প্রকাশিত: ১৩:০০, ১ মে ২০২১

চীন-অস্ট্রেলিয়ার সম্পর্ক নিম্নমুখী

তাইওয়ান নিয়ে বেইজিংকে ছাড় দেওয়া উচিত নয়, এমন মন্তব্যের কারণে অস্ট্রেলিয়া সরকারের তীব্র সমালোচনা করেছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ান একটি উচ্চ সংবেদনশীল বিষয়। আশা করি অস্ট্রেলিয়া এ বিষয়ে পুরোপুরি স্বীকৃতি দেবে এবং এক চীন নীতি মেনে চলবে।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন এ কথা বলেন।  

রোববার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, তাইওয়ান নিয়ে বেইজিং-এর সঙ্গে সংঘাতকে 'ছাড় দেওয়া উচিত নয়'।

বেইজিং তাইওয়ানের ওপর পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে, যা চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। গত সাত দশকেরও বেশি সময় ধরে উভয় পক্ষ পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে।

ডাটন বলেন, অস্ট্রেলীয় সশস্ত্র বাহিনী তার মিত্রদের যে কোনো হুমকি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বজায় রেখেছে, ক্যানবেরা শান্তি বজায় রাখার চেষ্টা করবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: