বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানের নির্বাচন গণতন্ত্রের অনুপম দৃষ্টান্ত!

 প্রকাশিত: ০৮:২৭, ২১ জুন ২০২১

ইরানের নির্বাচন গণতন্ত্রের অনুপম দৃষ্টান্ত!

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দ জানিয়েছে। সংগঠনটি আরও বলেছে, ইরানের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইসলামি জিহাদ আন্দোলন রবিবার গাজা শহর থেকে এক বিবৃতি প্রকাশ করে এসব কথা বলেছে। খবর ‘ফার্স’ এর।

জিহাদ আন্দোলনের বিবৃতিতে বলা হয়েছে, “যে দেশটি নিজের মূল্যবান নীতি-অবস্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের হুমকির মুখে রয়েছে সে দেশটিতে সুষ্ঠুভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় এই আন্দোলন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে অভিনন্দন জানাচ্ছে।”
বিবৃতিতে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে বলা হয়, ইসলামি বিপ্লবের শুরু থেকে নানা ধরনের আন্তর্জাতিক হুমকি সত্ত্বেও ইরান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে এসেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: