শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানের তেল ট্যাঙ্কারে জলদস্যুদের হামলার চেষ্টা

 প্রকাশিত: ২০:৪৫, ১৭ অক্টোবর ২০২১

ইরানের তেল ট্যাঙ্কারে জলদস্যুদের হামলার চেষ্টা

এডেন উপসাগরে ইরানের দু’টি তেল ট্যাঙ্কারে জলদস্যুরা হামলার চেষ্টা চালায়। তবে ইরানের একটি যুদ্ধজাহাজ ওই হামলা প্রতিহত করেছে।

শনিবার এক বিবৃতিতে নৌবাহিনীর প্রধান কমান্ডার বলেন, সফলভাবে জলদস্যুদের হামলা প্রতিহত করেছে নৌবাহিনী।

তিনি জানান, ইরানি তেল ট্যাঙ্কার দু'টিতে হামলার চেষ্টা চালিয়েছিল জলদস্যুদের পাঁচটি জাহাজ। সে সময় আলবোর্জ যুদ্ধজাহাজ জলদস্যুদের প্রতিহত করেছে। দস্যুদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এর আগে চলতি বছরের আগস্টে ওমান উপসাগরের সংযুক্ত আরব আমিরাত উপকূলে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ছিনতাইয়ের পর জাহাজটিকে ইরানের উদ্দেশে যাত্রার নির্দেশনা দেওয়া হয় বলে ধারণা করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: