শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানের উপর আমেরিকার ভুল নীতি পরিবর্তন করতে হবে: চীন

 প্রকাশিত: ১১:১১, ২৫ সেপ্টেম্বর ২০২১

ইরানের উপর আমেরিকার ভুল নীতি পরিবর্তন করতে হবে: চীন

জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির ভাষণের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে চীন। বেইজিং একইসঙ্গে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পরিহার এবং তেহরানের ওপর আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি সম্প্রতি জাতিসংঘের ৭৬তম বার্ষিক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া ভাষণে বলেন, তার দেশের প্রতিরক্ষা নীতি পরমাণু অস্ত্রের কোনো স্থান নেই। তিনি ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে সত্যনিষ্ঠ আচরণ করার জন্য এতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: