বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানকে দেখে নেয়া হুমকি দিলো যুক্তরাষ্ট্র ও ইসরাইল

 প্রকাশিত: ১৭:২৭, ১৪ অক্টোবর ২০২১

ইরানকে দেখে নেয়া হুমকি দিলো যুক্তরাষ্ট্র ও ইসরাইল

পরমাণু চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। বুধবার ইরানকে এই হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

বুধবার ইসরাইল ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তারপর তিনি জানিয়েছেন, যদি ইরান পরমাণু চুক্তিতে না ফেরে তাহলে অন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। তিনি বলেছেন, ইরান পরমাণু চুক্তি মেনে চললে, যুক্তরাষ্ট্রও তাতে যোগ দেবে। ব্লিংকেন বলেছেন, ‘আমরা সব বিকল্প খতিয়ে দেখছি। আমরা মনে করি, কূটনৈতিক স্তরে আলোচনাই হলো সমস্যা সমাধানের সব চেয়ে ভালো উপায়। কিন্তু এইভাবে সমস্যা সমাধানে ইরানকে বিশেষ উৎসাহী মনে হচ্ছে না।’

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: