মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোমালিয়ায় সেনা ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায়,নিহত ১৫

 প্রকাশিত: ১৬:২২, ১৬ জুন ২০২১

সোমালিয়ায় সেনা ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায়,নিহত ১৫

সোমালিয়ার রাজধানী সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই সেনাবাহিনীতে সদ্য যোগ দিয়েছেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী মোগাদিসুতে অবস্থিত জেনারেল দেগাবান মিলিটারি ক্যাম্পের বাইরে এই বোমা বিস্ফোরণ হয়। সেখানে তখন প্রচুর মানুষের সমাগম ছিল।

ওই বোমা হামলায় গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।

 এক সেনা কর্মকর্তা মোহামেদ আদান বলেন, ‘আমি নিজেই ১৫ জনের মরদেহ দেখেছি। এরা সবাই সদ্য নিযুক্ত সেনা সদস্য।’ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। মোহামেদ আদান জানান, হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মোগাদিসু মদিনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত ১৮ মাসের মধ্যে এটাই রাজধানীতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিক ভাবে এই হামলার দায় স্বীকার করেনি। মোগাদিসুতে প্রায়ই এ ধরনের হামলা চালায়  ধারণা করা হচ্ছে তারাই হয়তো ভয়াবহ এ হামলাটি চালিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: