বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইবিতে আজ সেমিস্টার ফাইনাল, জুমার নামাজ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

 প্রকাশিত: ১৬:৪৫, ৩ ডিসেম্বর ২০২১

ইবিতে আজ সেমিস্টার ফাইনাল, জুমার নামাজ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

সরকারি ছুটির দিন শুক্রবারেও সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এ দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র-নজরুল কলা ভবনের দ্বিতীয় তলায় বিভাগের ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

জুমার নামাজের সময় পরীক্ষা থাকায় নামাজে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরীক্ষার সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও পরীক্ষা নেওয়া হলো। আর পরীক্ষার সময় এমনভাবে দেওয়া হয়েছে তাতে জুমার নামাজ পড়া নিয়ে শঙ্কায় ছিলাম। পরে তাড়াহুড়ো করে পরিক্ষা শেষ করে নামাজ পড়তে হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: