শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: নিহত সাত, আহত কয়েকশ

 প্রকাশিত: ১১:৪০, ১৫ জানুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: নিহত সাত, আহত কয়েকশ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় সাতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সে দেশের সুলাওয়েশি দ্বীপে ভূমিকম্পে  আরো কয়েকশ মানুষ আহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। জানা গেছে, আজ স্থানীয় সময় শুক্রবার রিখটার স্কেলে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সুলাওয়েশি। ভূমিকম্পে আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে নিরাপদ স্থানের দিকে ছুটতে থাকে।

ম্যাজেন শহর থেকে ৩.৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বলছে, ম্যাজেন শহরে চারজন মারা গেছে এবং ছয়শ ৩৭ জন আহত হয়েছে। পাশের মামুজু শহরে তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

ভবনের ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ চাপা পড়ে থাকার শঙ্কা রয়েছে। শিশুকেও চাপা পড়ে থাকতে দেখা গেছে।  ধ্বংসাবশেষ সরিয়ে শিশু উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: