বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সিনাবাঙ পাহাড়ে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

 প্রকাশিত: ১২:৫৩, ১১ আগস্ট ২০২০

ইন্দোনেশিয়ার সিনাবাঙ পাহাড়ে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সিনাবাঙ পাহাড়ের আগ্নেয়গিরিতে আবারো অগ্ন্যুৎপাত হয়েছে। সোমবার অগ্ন্যুৎপাতের পর আকাশের ১৬ হাজার ৪০০ ফুট জুড়ে ছাই ও আগ্নেয় পদার্থ দেখা গেছে। গত শনিবারের পর আবারো সেখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলো। 

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক হাজার্ড মিটিগেশন সেন্টার জানায়, ঘটনাস্থল এলাকায় মারাত্বক ক্ষতি বা মানুষ আহত হয়নি। এর আগে আগ্নেয়গিরির জ্বালানি মুখ থেকে পাঁচ কিলোটার দূরে মানুষকে থাকতে বলা হয়।

সংস্থাটি বলছে, ওই এলাকায় বসবাস করা মানুষদের মুখ ঢেকে সতর্কভাবে চলার পরামর্শ দেয়া হয়েছে, যাতে তারা অগ্ন্যুৎপাতের ধোঁয়া ও সম্ভাব্য লাভার স্রোত থেকে রক্ষা পেতে পারে।

সিনাবাঙ পাহাড় পর্যবেক্ষক কর্তৃপক্ষ জানায়, এরইমধ্যে আগ্নেয়গিরি ছাই অনেক গ্রামে ছড়িয়ে পড়েছে যা জ্বালানি মুখ থেকে ২০ কিলোমিটার।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: