বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার ভয়ানকভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু

 প্রকাশিত: ১০:৪৩, ১৭ জানুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ার ভয়ানকভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু

ভয়ংকরভাবে জেগে উঠেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু। ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে আশপাশের গোটা এলাকায়। আকাশে প্রায় ৫.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় আগ্নেয়গিরির ধোঁয়া। স্থানীয় মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আগ্নেয়গিরি জেগে ওঠায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। তবে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে বলেছে,অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। এমনকি নেমে আসতে পারে লাভাস্রোতও।

কুরাহ কোবোকান নদী অববাহিকার বাসিন্দাদের সম্ভাব্য “কোল্ড লাভা” কাদা প্রবাহের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও আগ্নেয়গিরির উপাদানের সাথে তীব্র বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (এনডিএমএ)।

সেমেরু “দ্য গ্রেট মাউন্টেন” নামেও পরিচিত এটি জাভার সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং সক্রিয় একটি। এটি ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন হাইকিং কেন্দ্র। এর আগে ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপের আগ্নেয়গিরি জেগে ওঠে ২০১০ সালে। তবে অন্য একটি আগ্নেয়গিরি মাউন্ট সিনাবাঙের সবচেয়ে ভয়ংকর রূপ দেখা করা যায় ২০১৬ সালে।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: