বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩

 প্রকাশিত: ১৮:৪৫, ১৬ অক্টোবর ২০২১

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩

ইন্দোনেশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বালি দ্বীপ ভূমিকম্পে কেঁপে উঠলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। শনিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন।

ভূমিকম্পের কারণে দ্বীপের অনেকে আতঙ্কে রাস্তা নেমে আসেন। ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। আঘাত হানায় বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উদ্ধার কাজ শুরু করেছে জরুরি বিভাগ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: