শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইউজিসির বৃত্তি পাবে ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা

 প্রকাশিত: ০৮:৫০, ১৩ জুন ২০২১

ইউজিসির বৃত্তি পাবে ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের থেকে বৃত্তির জন্য আবেদন চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এই বৃত্তি প্রদান করবে। 
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র-ছাত্রীকে এই বৃত্তি প্রদান করবে তারা। মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতি বছর সর্বোচ্চ ১ জন শিক্ষার্থী ৪ (চার) বছর করে মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রতি বছর হিসাবে মোট ৪ (চার) বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে। 

আবেদন যোগ্যতা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব শিক্ষার্থী সব পর্যায়ের পরীক্ষাতে প্রথম বিভাগ/ ১ম শ্রেণিতে অথবা সমমানের ফলাফল করে উর্ত্তীণ হয়েছে কেবল মাত্র তারাই এই বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। অনিয়মিত শিক্ষার্থী মনোনয়নের যোগ্য নয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: