বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইইউ মিশনে যোগ দিতে ২৫০ জার্মান সেনা লিবিয়ার পথে

 প্রকাশিত: ১৮:৩৯, ৬ আগস্ট ২০২০

ইইউ মিশনে যোগ দিতে ২৫০ জার্মান সেনা  লিবিয়ার পথে

বৈরুত বন্দরে ওয়্যার হাউসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার মধ্যেই ভূমধ্য সাগরে ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম টাস্কফোর্সে যোগ দিতে ২৫০ সেনা নিয়ে একটি জার্মান যুদ্ধ জাহাজ যাত্রা শুরু করেছে। মঙ্গলবার জাহাজটি জার্মানির ওয়াইলথেমশাভেন বন্দর থেকে যুদ্ধ কবলিত লিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে।

জাহাজটি লিবিয়ায় শান্তিরক্ষা মিশনে পাঁচ মাস কাজ করবে। মূলত বাইরের কোন দেশ থেকে যাতে অস্ত্র না আসতে পারে - তা পর্যবেক্ষণ করবে জার্মানির ওই যুদ্ধ জাহাজ। লিবিয়ায় উত্তেজনা হ্রাস ও অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধ করতে গত মে মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন ইরিনি নামে একটি বিশেষ অভিযান শুরু করে ভূমধ্য সাগরে।

তবে, করোনাভাইরাসের কারণে জার্মান জাহাজের সেনারা লিবিয়ায় নামবে না। জাহাজে থেকেই তাদের কার্যক্রম চালাবে এবং ডিসম্বরের ২০ তারিখে আবার ফিরে যাবে নিজ দেশে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: