শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন রণতরীর পাশে ঘটল প্রচণ্ড বিস্ফোরণ

 প্রকাশিত: ১১:০০, ২৩ জুন ২০২১

মার্কিন রণতরীর পাশে ঘটল প্রচণ্ড বিস্ফোরণ

পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরীর পাশেই ঘটল প্রচণ্ড বিস্ফোরণ। ফলে  ফ্লোরিডার সমুদ্র উপকূলে ১০০ কিলোমিটার এলাকাজুড়ে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা দাঁড়ায় ৩ দশমিক ৯।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার পরমাণু শক্তিচালিত অত্যাধুনিক যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের কাছে ১৮ হাজার ১৪৩ কেজির শক্তিশালী এক বিস্ফোরণ ঘটিয়ে যুদ্ধজাহাজটির সহ্যশক্তি পরীক্ষা করে মার্কিন নৌবাহিনী। দেশটির পূর্ব উপকূলে ‘ফুল শিপ শক ট্রায়ালস’ পর্বের অন্তর্গত এই পরীক্ষা চালানো হয়।

ওই বিস্ফোরণের ধাক্কায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে সমুদ্র উপকূলে ফ্লোরিডায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এমন শক্তিশালী বিস্ফোরণেও কোনো ক্ষতি হয়নি রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের।

জানা গেছে, যুদ্ধ চলাকালীন শত্রুর টর্পেডো, মাইন কিংবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ কতটুকু সামাল দিতে পারে এই রণতরী সেটিই পরীক্ষা করা হয়েছে।

এই ভয়াবহ বিস্ফোরণের ভিডিও প্রকাশ্যে এনেছে মার্কিন নৌসেনা। পরীক্ষা চলাকালীন বিস্ফোরণের ধাক্কায় জাহাজটি সামান্য কাত হলেও কোনো ক্ষতি হয়নি। এই বিস্ফোরণের ফলে সমুদ্রে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উন্নতমানের ওই বিমানবাহী যুদ্ধজাহাজটি সবচেয়ে আধুনিক কম্পিউটার মডেলিং মেথডের মাধ্যমে তৈরি। ফলে প্রচণ্ড আঘাতেও সহজে এটি ডুবে যাবে না। জাহাজটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠেছে কিনা, তা জানতে এই পরীক্ষা চালানো হয়। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: