শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

অর্থনীতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

 প্রকাশিত: ১৩:০৫, ২৬ জুলাই ২০২০

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চমড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার মধ্যে গরুর লবনযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা আর ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা ঘোষনা করেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

এছাড়া, বকরীর চামড়া ১০ থেকে ১২ টাকা। খাসির লবনযুক্ত চামড়া প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা। এই দামে ট্যানরি মালিকরা চামড়া কিনবেন আড়াৎদ্বারদের থেকে।

রবিবার জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

গেল বছর কোরবানির পশুর চামড়ার নজিরবিহীন দর বিপর্যয়ের পর কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি সরকার। চামড়া নিয়ে যদি গতবারের মতো সমস্যা হয় তাহলে রপ্তানির সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: