শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে যৌথবাহিনীর সাথে জঙ্গিগোষ্ঠীর সংঘর্ষ, নিহত ৩

 প্রকাশিত: ১৪:৪৬, ২১ জুন ২০২১

ভারতে যৌথবাহিনীর সাথে জঙ্গিগোষ্ঠীর সংঘর্ষ, নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে রাতভর নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লস্কর-ই তইবার এক শীর্ষস্থানীয় জঙ্গিসহ ৩ জন নিহত হয়েছেন। শীর্ষ ওই জঙ্গির নাম মুদাসসির পণ্ডিত। তাকে দীর্ঘ দিন থেকে খুঁজছিল দেশটির পুলিশ।
সোমবার কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, সম্প্রতি ৩ পুলিশ সদস্য, ২ কাউন্সিলর ও ২ বেসামরিক নাগরিকের হত্যার সঙ্গে যুক্ত থাকা লস্কর-ই-তাইয়্যেবার শীর্ষ কমান্ডার মুদাচ্ছির পণ্ডিত সংঘর্ষে নিহত হয়েছে। এছাড়া আসরার ওরফে আব্দুল্লাহ নামে এক বিদেশি সন্ত্রাসীর পরিচয় জানা গেছে। পাকিস্তানের বাসিন্দা আব্দুল্লাহ ২০১৮ সাল থেকে উত্তর কাশ্মীরে সক্রিয় ছিল। বন্দুকযুদ্ধে নিহত অন্য একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

এ ঘটনায় আহত অনেকে এখনো হাসপাতালে চিকিত্‍সাধীন। ওই হামলার ঘটনায় মুদাসসির পণ্ডিত জড়িত বলে দাবি পুলিশের।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: