শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে নওমুসলিম ইমাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

 প্রকাশিত: ০৯:১৯, ২৬ জুন ২০২১

বান্দরবানে নওমুসলিম ইমাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি উগ্রবাদী খুনি-সন্ত্রাসীদের নৃশংসকর্মকান্ডে দেশের সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। কট্টরপন্থী সন্ত্রাসী গোষ্ঠী মসজিদের ইমাম নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে প্রকাশ্যে হত্যার মাধ্যমে পাহাড়ি অঞ্চল থেকে ইসলাম ও মুসলমানদেরকে নির্মূল করার ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। দেশের স্বাধিনতা-সার্বভৌমত্বের স্বার্থেই নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরার খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে গহীন পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর ক্যাম্প বৃদ্ধি করে পুরো অঞ্চলে নিরাপত্তা ও নজরদারি শতভাগ নিশ্চিত করতে হবে।

গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর চকবাজার শাহী মসজিদের সামনে নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরার হত্যার প্রতিবাদ এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় ইমাম সমাজ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এছাড়া বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দও পৃথক পৃথক বিবৃতিতে নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরার হত্যার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: