বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ইসলাম

আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন

 প্রকাশিত: ০৭:৪২, ১৬ জুলাই ২০২১

আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন,
“অন্তরে সামান্য পরিমান অহংকার নিয়েও কেউ জান্নাতে যেতে পারবেনা।”

এক ব্যক্তি তখন প্রশ্ন করলো,

“যদি কোনো ব্যক্তি সুন্দর পোশাক ও জুতা পরতে চায়, তবে কি তাও অহংকার হবে?”

তিনি বলেন,

“আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং অন্যকে অবজ্ঞা করা।” (মুসলিম)

কুৎসিতের বিপরীত বস্তুটিই হলো সৌন্দর্য। সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য রয়েছে তা আল্লাহর সৌন্দর্যের সাথেই যুক্ত। 

আল্লাহর সৌন্দর্য দেখতে পারাও কিয়ামতের দিন সফল বান্দাদের জন্য এক নিয়ামত হবে। কুরআনে বলা হয়েছে,

“সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে। তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।” (সূরা কিয়ামাহ, আয়াত: ২২-২৩)

আল্লাহ তার নিজের নামগুলোকেও উল্লেখ করেছেন সুন্দরতম নাম হিসেবে।

“আর আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম সব নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক।” (সূরা আল-আরাফ, আয়াত: ১৮০)

ইমাম ইবনুল কাইয়্যিম লিখেছেন,

“আল্লাহ এমন সৌন্দর্যের অধিকারী যার কোনো তুলনা নেই, এবং তিনি চান তার পছন্দের সুন্দরতম কথা, কাজ ও মনোভাবে তার বান্দা তার উপাসনা করুক।

আল্লাহ ভালোবাসেন তার বান্দা সত্য দ্বারা তাদের কথাকে সুন্দর করুক; আন্তরিকতা, ভালোবাসা, সম্মান ও তার উপর বিশ্বাসকে দিয়ে তাদের অন্তরকে সুন্দর করুক। একইসাথে তিনি চান, তাদের আচরণকে আনুগত্য দিয়ে তারা সুন্দর করুক এবং তাদের শরীরকে আল্লাহর প্রদত্ত নিয়ামতের নিদর্শন হিসেবে সুন্দর পোশাকে এবং ময়লা ও অপবিত্রতা থেকে মুক্ত হয়ে সুন্দর করুক। 

এভাবে তারা তাদের সৌন্দর্যের মাধ্যমে আল্লাহকে চিনতে পারবে এবং সুন্দর কথা, কাজ ও মনোভাবের মাধ্যমে তার নিকটতর হতে পারবে।”

আল্লাহ আমাদেরকে তার সৌন্দর্য উপলব্ধি করার সুযোগ দান করুন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: