বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দুটি বাক্য

 প্রকাশিত: ১৮:৫০, ৩ জুলাই ২০২১

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দুটি বাক্য

হযরত আবু যর (রা.) থেকে বর্ণিত, সহীহ বুখারী ও মুসলিম উভয় হাদীসগ্রন্থেই সংকলিত রাসূল (সা.) এর একটি হাদীস থেকে জানা যায়,

আল্লাহর কাছে বান্দার উচ্চারিত সর্বাধিক প্রিয় দুইটি বাক্য রয়েছে। সাধারণত এ দুটি বাক্য উচ্চারণে হালকা ও সহজ মনে হয়। কিন্তু এদের অর্থের গভীরতা ও বিনিময় খুবই মূল্যবান।  

বাক্য দুটি হলো,

এক. {سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ}
(সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী)

অর্থ: মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা।

দুই. {سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ}
(সুবাহানাল্লাহিল আযীম)

অর্থ: মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

বর্তমানে আমাদের আধুনিক জীবনে বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত অনেক নফল ইবাদত করাই আমাদের  পক্ষে সম্ভব হয়না। কিন্তু আমরা যে কোন জায়গায় যে কোন সময়ে আল্লাহর প্রশংসায় তার জিকির করতে পারি। এক্ষেত্রে উপরিউক্ত দুইটি বাক্য আমরা সবসময়ই জিকিরের জন্য পাঠ করতে পারি। এর মাধ্যমে হয়তো আল্লাহ আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া বিভিন্ন গুনাহকে মাফ করে দেবেন।  

আল্লাহ আমাদেরকে ব্যস্ততার মধ্যেও সর্বদা তার জিকির বা স্মরণে মশগুল থাকার তৌফিক দান করুন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: