শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে করোনার সংক্রমণ, সন্দেহের তালিকায় স্যামন মাছ

 প্রকাশিত: ১৮:২৯, ১৬ জুন ২০২০

চীনে করোনার সংক্রমণ, সন্দেহের তালিকায় স্যামন মাছ

চীনে ফের সংক্রমণ ঘটেছে মহামারি করোনাভাইরাসের। গত এক সপ্তাহে দেশটির রাজধানী বেইজিংয়ে একশো জনেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

ধারণা করা হচ্ছে শহরটির অন্যতম বৃহৎ পাইকারী বাজার শিনফাদি থেকে এটি ছড়িয়েছে। বাজারের যে চপিং বোর্ডে স্যামন মাছ কাটা হয়, সেখানে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া করোনায় নতুন করে আক্রান্তরা ওই বাজারে গিয়েছিলেন। এরপরই বাজারটি বন্ধ করে দেয় প্রশাসন। 

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেইজিংয়ের বাসিন্দাদের আপাতত স্যামন মাছ খাওয়া বন্ধ রাখতে বলা হয়েছে। স্যামন মাছ শুধু নয়, ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ যেকোনো সি-ফুড বা সামুদ্রিক খাবার খেতে নিষেধ করেছেন বেইজিংয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

হিমায়িত মাছ-মাংস বা এর প্যাকেজিংয়ের ওপর ভাইরাস অন্তত তিন মাস বেঁচে থাকতে পারে। তাই অনুমান করা হচ্ছে হিমায়িত সামুদ্রিক খাবার নতুন করে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে।

করোনাভাইরাস মহামারি হওয়ার পর থেকেই চীন সরকার সব রকমের বন্যজন্তু বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ বছরের জানুয়ারি মাসেই উহানের কাঁচা মাছ-মাংসের বাজার সম্পূর্ণ বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় বেইজিং।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: