শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করাচির স্টক এক্সচেঞ্জ হামলায় ভারত জড়িত: প্রধানমন্ত্রী ইমরান খান

 প্রকাশিত: ২২:২৯, ৩০ জুন ২০২০

করাচির স্টক এক্সচেঞ্জ হামলায় ভারত জড়িত: প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে গ্রেনেড হামলার পেছনে ভারত জড়িত বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এতে কোনো সন্দেহ নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইমরান খান বলেন, এতে কোনো সন্দেহ নেই যে এ হামলার পিছনে ভারতের হাত রয়েছে। গত ২ মাস ধরে পাক মন্ত্রিসভা জানতো যে, এই হামলা হতে পারে। আমি আমার মন্ত্রীদের এ বিষয়ে  জানিয়েছিলাম। আমাদের সবগুলো সংস্থা উচ্চ সতর্ক অবস্থানে ছিল।

সোমবার স্থানীয় সময় ৯টায় করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার হামলাকারীও ছিলো বলে জানা যায়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: