শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

খাদ্য ও অর্থনৈতিক সংকটে উত্তর কোরিয়া:কিম

 প্রকাশিত: ১৫:৪৯, ১৬ জুন ২০২১

খাদ্য ও অর্থনৈতিক সংকটে  উত্তর কোরিয়া:কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, চলতি বছর দেশের অর্থনীতির বেশ উন্নতি হয়েছে।  তবে করোনাভাইরাস এবং গত বছর টাইফুনের কারণে সৃষ্ট খাদ্য সংকট নিরসনে ব্যবস্থা নিতে হবে।

আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়।

অর্থনৈতিক সমস্যার সমাধান এবং মুখ্য নীতিমালা পর্যালোচনায় মঙ্গলবার অনুষ্ঠিত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীর কমিটির সভায়  কিম সভাপতিত্ব করেন। সভায় নতুন পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনা অর্জনে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জং উন কিম সভায় বলেন, বছরে প্রথমার্ধ্বে অর্থনীতির ভালো উন্নতি হয়েছে।  তবে গত বছরের টাইফুনের কারণে কৃষি খাত প্রয়োজন অনুযায়ী শস্য উৎপাদন করতে পারেনি।  ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে। সভায় চাষাবাদ বাড়ানো এবং করোনা ঠেকাতে পার্টির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া গত বছর থেকে শিক্ষা নিয়ে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কিম। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: