মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আবারো ভূমিকম্পে কাঁপলো ভারত

 প্রকাশিত: ১১:৫০, ১৩ আগস্ট ২০২০

আবারো ভূমিকম্পে কাঁপলো ভারত

ভারতে সাম্প্রতিক সময়ে কয়েক দফা ভূ-কম্পনে দেশটিতে রীতিমতো আতংক সৃষ্টি হয়েছে। ফের ভূমিকম্পে কাঁপলো ভারত। বৃহস্পতিবার ভোরে রাজস্থানের বিকানীর জেলায় ভূ-কম্পন অনূভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ম্যাগনিটিউড। স্থানীয় সময় ভোর ৪ টা ১০ মিনিটে এ কম্পন অনুভূত হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।

জানা গেছে, বিকানীর থেকে ৬৬৯ কিমি দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে কম্পন প্রথম আঘাত হানে।

এর আগে মঙ্গলবারেই অরুণাচলপ্রদেশের পাঙ্গিন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। মাটি থেকে ৩০ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল। সপ্তাহের শুরুতে ভূমিকম্প আঘাত হানে মণিপুরে। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৩.৫।

১৮ থেকে ২১ জুনের মধ্যে প্রায় পাঁচবারের বেশি ভূমিকম্প হয়েছে ভারতে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বড় কোনো ভূমিকম্পের ইঙ্গিত। উত্তর-পূর্বের রাজ্যগুলোতে ভূমিকম্পের ফলে জানা গিয়েছে, অসংখ্য বাড়ি ও রাস্তায় বড় ফাটল হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: