শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

আবারও জাবির হল থেকে পড়ে শ্রমিক আহত

 প্রকাশিত: ০১:১৬, ৩১ মে ২০২১

আবারও জাবির হল থেকে পড়ে শ্রমিক আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের সংস্কার কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে আব্দুস সোবহান (৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার কোমরের একটি হাড় ভেঙে গেছে।

রোববার (৩০ মে) বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মোক্তার হোসেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নির্মাণাধীন ২২নং হল থেকে পড়ে শাহের আলী নামের এক নির্মাণশ্রমিক নিহত হন।

শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, ‘একজন শ্রমিক পড়ে আহত হয়েছে। তাকে আমরা এনাম মেডিকেল হাসপাতালে এনেছি। এক্সরে করে জানা গেছে তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে গেছে।’

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: