শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে মেয়েদের স্কুলগুলো খুব শীঘ্রই খুলে দেওয়া হবে: জাতিসংঘ

 প্রকাশিত: ১৯:১৫, ১৬ অক্টোবর ২০২১

আফগানিস্তানে মেয়েদের স্কুলগুলো খুব শীঘ্রই খুলে দেওয়া হবে: জাতিসংঘ

আফগানিস্তানে গত আড়াই মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা মেয়েদের স্কুলগুলো ‘খুব শীঘ্রই ’ খুলে দেওয়া হবে। শুক্রবার জাতিসংঘভিত্তিক সংস্থা ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক ওরম এবদি নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের এই কর্মকর্তা জানান, গত সপ্তাহে আফগানিস্তান সফরে গিয়েছিলেন তিনি।

ওমর এবদি বলেন, আমি আফগানিস্তানে অবস্থান করার সময়েই দেশটির ৩৪ টি প্রদেশের মধ্যে ৫ প্রদেশ- উত্তর -পশ্চিমে বালখ, জৌজান, সামঙ্গান, উত্তর -পূর্বে কুন্দুজ ও দক্ষিণ -পশ্চিমে উরোজগান মেয়েদের মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়েছে  তালেবান সরকার।

তালেবানের শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন, যে তারা আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক স্কুলগুলো পরিচালনা বিষয়ক "একটি ফ্রেমওয়ার্ক" নিয়ে কাজ করছে। আগামী এক কিংবা দু মাসের মধ্যে এটি শেষ হবে এবং তারপরই দেশের সবগুলো মেয়ে স্কুল খুলে দেওয়া হবে।

সাংবাদিকদের ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক বলেন,  আফগানিস্তানে গত টানা ২৭ দিন ধরে মেয়েদের স্কুলগুলো বন্ধ আছে। অর্থাৎ, প্রায় এক মাস ধরে পড়াশোনা করতে পারছে না আফগান কিশোরীরা। আমরা বলেছি, যতদ্রুত সম্ভব যেন স্কুলগুলো ফের চালু করা হয়। কারণ এর সঙ্গে লাখ লাখ আফগান কিশোরীর ভবিষ্যত সম্পর্কিত।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: