বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে তিন প্রধান শহরে চলছে তুমুল লড়াই

 প্রকাশিত: ১০:১৭, ৩ আগস্ট ২০২১

আফগানিস্তানে তিন প্রধান শহরে চলছে তুমুল লড়াই

 দিনদিন বেড়েই চলেছে ভয়াবহতা,যুদ্ধ শুরু হয়েছে তালেবান ও আফগানিস্তানের। এবার যুদ্ধ শুরু হয়েছে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে। বর্তমানে দেশটির তিন গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে দুইপক্ষের মধ্যে তীব্র লড়াই। রণাঙ্গণে পরিণত হয়েছে রাজপথগুলো।

এদিকে বিভিন্ন স্থানে শক্ত অবস্থান গড়ে তুলেছে বিদ্রোহী যোদ্ধারা। তাদের ঠেকাতে মরিয়া আফগান বাহিনী।
এদিকে হেলমান্দ প্রদেশের লস্কর গাহে যেকোনও সময় নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে সরকার। শহরটিতে সোমবার গভীর রাত পর্যন্ত চলে মার্কিন বিমান হামলা। এরপরও পিছু হটেনি যোদ্ধারা। এছাড়া সোমবার একটি টিভি স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা।

অন্য দিকে লস্কর গাহের দখল নিতে পারলে প্রথমবারের মতো কোনও প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ পাবে গোষ্ঠীটি। দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাতেও চলছে তালেবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। নতুন করে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা। আতঙ্কে শহর ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। আশ্রয় নিচ্ছে প্রত্যন্ত এলাকায়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: