শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ন্যাটো

 প্রকাশিত: ১১:৪৬, ১৬ এপ্রিল ২০২১

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ন্যাটো

প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে অবস্থানের পর সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর এবার দেশটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশসমূহের সামরিক জোট ন্যাটোও।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। তাদের সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া শুরু হবে ১ মে থেকে। ন্যাটো জানিয়েছে, ওই দিন শুধু মার্কিন বাহিনীই নয়, আফগানিস্তান থেকে বিদায় নিতে শুরু করবে তাদের জোটের সেনারাও।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তিচুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছিল, তালেবান যদি প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে পরবর্তী ১৪ মাসের মধ্যে সকল সেনা প্রত্যাহার করে নেবে।

ওই চুক্তিতে শর্ত ছিল, তালেবানরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে আল কায়েদাকে কর্মকাণ্ড চালাতে দেবে না এবং জাতীয় শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আলোচনায় বসবে।

গত বুধবার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বাইডেন বলেছেন, এ বিষয়ে কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ করার সময় এসেছে। তার এ ঘোষণার কিছুক্ষণ পরেই ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গ জানিয়েছেন, তারাও আগামী ১ মে থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবেন।

আফগানিস্তানে বর্তমানে দুই হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আর অ-মার্কিনি ন্যাটো সেনা রয়েছে অন্তত সাড়ে সাত হাজার।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: