মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে আবারো জ্বালানি তেলের দাম বৃদ্ধি

 প্রকাশিত: ১৮:৪৪, ৪ আগস্ট ২০২০

আন্তর্জাতিক বাজারে আবারো জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল হওয়ায় ফের শুরু হয়েছে শিল্প-কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম। এর ফলে বেড়েছে জ্বালানি তেলের চাহিদা, যার ফলশ্রুতিতে বেড়েছে এর মূল্যও। ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি থেকে ইতিবাচক বার্তা আসায় সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলে দাম ২ শতাংশ বেড়েছে।

সোমবার ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট অর্থাৎ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট ক্রুড ৯২ সেন্ট অর্থাৎ ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয় ৪১ দশমিক ১৯ ডলার।

দ্য ইনস্টিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্ট জানিয়েছে, ফের করোনার ঢেউ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের উৎপাদন কার্যক্রম বিগত এক থেকে দেড় বছরের মধ্যে জুলাইয়ে ছিল সর্বোচ্চ। এছাড়া ২০১৯ সালের পর গত জুলাইয়ে ইউরোজোনের উৎপাদন সম্প্রসারিত হয়েছে। এদিকে এশিয়ার উৎপাদন থেকেও আসছে ইতিবাচক খবর।

এদিকে পেট্রোলিয়াম রফতানিকারক দেশসমূহের সংগঠন ওপেক ও রাশিয়াসহ এর সহযোগী সংগঠনগুলো উৎপাদন কমানোর অবস্থান থেকে সরে আসা এবং আমেরিকার শেল উৎপাদন বাড়তে শুরু করায় তেলের সরবরাহ বৃদ্ধির ফলে জ্বালানি তেল সহজলভ্য হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: