শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ফ্লাইট ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখবে ভারত

 প্রকাশিত: ২১:০৬, ২৭ জুন ২০২০

আন্তর্জাতিক ফ্লাইট ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখবে ভারত

আগামী ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকরী নয় বলে জানা গেছে।

ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এর বিবৃতিতে বলা হয়, ১৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। শুধুমাত্র বিশেষ সুপারিশ মেনে বাছাই করা কয়েকটি রুটে বিমান চলবে।

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মার্চের শেষ সপ্তাহ থেকেই বিমান পরিচালনা বন্ধ রেখেছিলো ভারত। এরপর ২৫ মে থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করে দেশটি। তবে আপাতত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হবে।

গত সপ্তাহে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানান, জুলাই মাসে সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চালুর অনুমতি দেয়া হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: