বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের নতুন তফসিল নির্ধারণ

 প্রকাশিত: ১৮:০৫, ২১ এপ্রিল ২০২১

আন্তঃব্যাংক লেনদেনের নতুন তফসিল নির্ধারণ

মহামারি করোনা ভাইরাসের কারণে বর্তমানে দেশে ‘সর্বাত্মক লকডাউন’ অব্যাহত রয়েছে।  এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে। এটি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দৈনন্দিন বিশেষ ব্যাংকিং সেবা দিতে পরিশোধ প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নতুন সময়সূচিতে সম্পন্ন হবে। 
বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চমূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) বেলা ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদন সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) দুপুর ১২টার মধ্যে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: