বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

আজ ২৫ মার্চ গণহত্যা দিবস

 প্রকাশিত: ০৮:৫৮, ২৫ মার্চ ২০২১

আজ ২৫ মার্চ গণহত্যা দিবস

আজ ২৫ মার্চ। ইতিহাসের হত্যাযজ্ঞের সেই ভয়াল রাত। আজ থেকে ৫০ বছর আগে একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মানবাধিকারের সব শিষ্টাচার লঙ্ঘন করে উন্মত্তভাবে চালিয়েছিল নৃশংস গণহত্যা। ‘অপারেশন সার্চ লাইট’ নামে পাকিস্তানি হানাদার বাহিনীর সেই বর্বরোচিত হামলায় সমগ্র বাঙালি জাতির পাশাপাশি পুরো বিশ^বাসী হয়েছিল হতবাক। মধ্যযুগীয় কায়দায় পাকিস্তানি বাহিনী রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ইপিআর সদর দফতর, ঢাকা বিশ^বিদ্যালয়সহ পুরো ঢাকা মহানগরীতে হত্যাযজ্ঞ চালায় এবং অগ্নিসংযোগ করে। হাজার কণ্ঠে জেগে ওঠে অন্তিম আর্তনাদ। ট্রেসার বুলেটে ঢাকার অন্ধকার আকাশ আলোয় আলোকিত হয়ে ওঠে বারবার। চারদিকে আগুনের লেলিহান শিখা। এর মধ্যেও মাঝে মাঝে শোনা যায় ‘জয় বাংলা’ সেøাগান।
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে, আলোচনা ও রাজনৈতিক মীমাংসার নামে কালক্ষেপণ করে বাঙালিদের দমন করার জন্য গোপনে পূর্ণ সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ ২৫ মার্চ দিনব্যাপী ঢাকা শহরে চলে প্রতিবাদ মিছিল, রাস্তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি এবং বিভিন্ন স্থানে সংঘর্ষ চলে মুক্তিপাগল মানুষের সঙ্গে সেনাবাহিনীর জোয়ানদের। সর্বত্র বিরাজ করে এক অজানা আতঙ্ক এবং অশুভ পাঁয়তারা।সন্ধ্যা ৬টার মধ্যে প্রেসিডেন্ট ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। রাতে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগ মুহূর্তে শেখ মুজিব ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে দেশকে শত্রুমুক্ত করার জন্য সমগ্র বাঙালি জাতিকে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।এ সময় ঢাকা শহরে ছক মোতাবেক পজিশন নেয় গোলন্দাজ, সাঁজোয়া ও পদাতিক বাহিনীর তিন ব্যাটালিয়ন ঘাতক।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: