বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিচার

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

 প্রকাশিত: ১০:৫৫, ২৫ এপ্রিল ২০২১

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

২৫ এপ্রিল, বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ। ২০০১ সালের আজকের এই দিনে প্রথম ম্যালেরিয়া দিবস পালন করা হয় আফ্রিকায়। এরপর ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। 
উইকিপিডিয়ায় প্রদত্ত তথ্য অনুযায়ী: ম্যালেরিয়া শব্দের অর্থ দূষিত বাতাস। ম্যালেরিয়া হলো মানুষ এবং অন্যান্য প্রাণীদের একটি মশা-বাহিত সংক্রামক রোগ। যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্টা (এক ধরনের অণুজীব) । ১৭৫৩ সালে ম‍্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব‍্যবহার করেন টর্টি। ইতালিয় শব্দ ম্যাল(অর্থ-দূষিত) ও এরিয়া(অর্থ-বায়ু) হতে ম্যালেরিয়া শব্দটি এসেছে। তখন মানুষ মনে করতো দূষিত বায়ু সেবনে এ রোগ হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: