শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

আজ ইরানের সব মসজিদ খুলছে

 প্রকাশিত: ১৬:৫৯, ১২ মে ২০২০

আজ ইরানের সব মসজিদ খুলছে

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে খুলে দেয়া হচ্ছে দেশটির সব মসজিদ। করোনাভাইরাসের মহামারি রোধে আরোপ করা কঠোর বিধিনিষেধ আরো শিথিলের পরিকল্পনা করছে ইরান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি এই খবর জানিয়েছে।

করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরান। দেশটিতে মোট এক লাখ ৯ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কমে আসতে থাকায় সম্প্রতি ধারাবাহিকভাবে বিধিনিষেধ তুলে নেয়া শুরু করেছে ইরান।

ইরান এরইমধ্যে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বড় বড় শপিং মলগুলোও খুলে দেয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে চালু হবে দেশটির সব স্কুল।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: