বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

আজ আল্লামা শাহ্ আহমদ শফি রহ.’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশিত: ১০:১০, ৩০ সেপ্টেম্বর ২০২০

আজ আল্লামা শাহ্ আহমদ শফি রহ.’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ  আল্লামা শাহ্ আহমদ শফি রহ.’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । রাজধানীর মোহাম্মদপুরস্থ জামেয়া মুহাম্মদিয়ার উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে শায়খুল ইসলাম  । এতে সভাপতিত্ব করেন জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম।

আলােচনায় বক্তারা বলেন, আল্লামা আহমদ শফি রহ. ছিলেন ইসলামের সঠিক ধারকবাহক এবং এই যামানার মোজাদ্দেদ। তিনি এত বড় আলেম ছিলেন যে, তার ইলমী গভীরতায় বিশ্বের বড় বড় ইসলামী স্কলারগণ মুগ্ধ ছিলেন।

বক্তারা আরেও বলেন, তিনি একজন আধ্যাত্মিক রাহবার ছিলেন। শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ.’র ফুয়ুজ ও বরকতে এই উপমহাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী তার দ্বীনি খেদমত আগামী কয়েক শতাব্দী মানুষ মনে রাখবে। উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার হাদীসের মসনদ থেকে ময়দানে নেমে শিরক বিদ’আত ও নাস্তিক মুরতাদসহ সকল বাতিল বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তার বিদায়ে আমরা একজন সত্যিকারের সিপাহসালার ও দরদী রাহবারকে হারালাম। তিনি চলে যাওয়ায় উম্মতের যে ক্ষতি হয়েছে তা পুরণ হবার নয়।

আলোচনা সভা শেষে আল্লামা শাহ্ আহমদ শফি রহ.’র রুহের মাগফিরাত ও দারাজাত বুলন্দির জন্য বিশেষ দোয়া করা হয়।

জামেয়ার শিক্ষক মুফতি মাসিহুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জামেয়া রাহমানিয়ার শায়খুল হাদীস মুফতি হিফজুর রহমান। বক্তব্য রাখেন জামিআর ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ ফয়সাল, মুফতি আব্দুল মুমিন, মাওলানা আমিনুল ইসলাম।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: