শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

শিক্ষা

আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে ৪২তম বিসিএসের ভাইভা

 প্রকাশিত: ০৮:৩২, ১ জুন ২০২১

আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে ৪২তম বিসিএসের ভাইভা

দুই হাজার সহকারী সার্জন নিয়োগের ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ৬ জুন। গতকাল সোমবার বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২৯ মার্চ। ২০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। আবেদন জমা পড়েছিল ৩১ হাজারের বেশি। ভাইভা হবে ১০০ নম্বরের।
গত বছরের ৩০ নভেম্বর ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই দিন ৪৩তম সাধারণ বিসিএসেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
এরআগে ২৩ মে থেকে এই ভাইভা শুরু হওয়ার কথা জানিয়েছিল পিএসসি। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি বিধিনিষেধের কারণে সেটি স্থগিত করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: