শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ভারত-নেপাল দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু

 প্রকাশিত: ১৮:২৬, ১২ জুন ২০২০

ভারত-নেপাল দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু

কোনো অবস্থাতেই মানচিত্র বদলানো হবে না বলে ভারতকে সাফ জানিয়ে দিয়েছে নেপাল। লিপুলেখ গিরিপথ, লিম্পিয়াধুরা ও কালাপানিকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়ে সম্প্রতি নতুন মানচিত্র প্রকাশ করেছে দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। 

গত ২ নভেম্বর জম্মু-কাশ্মীর নিয়ে নিজেদের মানচিত্র বদল করেছে ভারত। সম্প্রতি লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস-মানস সরোবরে যাওয়ার পথ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। এতে প্রতিবাদ জানায় নেপালের সরকার। 

এর আগে গত মে মাসে বিতর্কিত মানচিত্র প্রকাশ করে নেপাল। নেপালের এই পদক্ষেপে তীব্র আপত্তি জানায় ভারত। এমনকি এই পদক্ষেপের পেছনে চীনের উস্কানি থাকতে পারে বলেও ইঙ্গিত দেয় দেশটি। ফলে ২ দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পায়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: