শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

 প্রকাশিত: ২০:৫৮, ১৪ জুন ২০২০

পাকিস্তানে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও হানা দিয়েছে করোনা ভাইরাস। এবার একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড করেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটির ৬ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ ৩৯ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির সর্বোচ্চ আক্রান্তের দুই প্রদেশ পাঞ্জাব ও সিন্ধুতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২৩০ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩২ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৭৩৫ জন।

পাঞ্জাবে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৬০১ জন। সিন্ধুতে ৫১ হাজার ৫১৮ জন, খাইবার-পাখতুনখোয়াতে ১৭ হাজার ৪৫০ জন, বালুচিস্তানে ৮ হাজার ২৮ জন, ইসলামাবাদে ৭ হাজার ৯৩৪ জন। গিলগিত বালিতিস্তানে এক হাজার ৯৫ জন ও পাক অধিকৃত কাশ্মীরে ৬০৪ জন। পাকিস্তানে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৬৮ হাজার ৫৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: