মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

ফিচার

পদ্মা ও যমুনায় জেলেদের জালে মিলল ৫৭ হাজার টাকার ২ পাঙ্গাস ও কাতল

 প্রকাশিত: ১৮:৩২, ২৭ জুন ২০২১

পদ্মা ও যমুনায় জেলেদের জালে মিলল ৫৭ হাজার টাকার ২ পাঙ্গাস ও কাতল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় গত শনিবার মধ্যরাতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি পাঙ্গাস ও একটি কাতল মাছ। মাছ তিনটি মোট ৫৬ হাজার ৮শ' টাকায় বিক্রি হয়।

আজ রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে মাছগুলো বিক্রির উদ্দেশে আনলে আড়তদার সম্রাট শাহজাহান শেখ মাছগুলো কিনে নেন। তিনটি মাছের মধ্যে ১৬ কেজি ওজনের একটি পাঙ্গাস ও ১৬ কেজি ওজনের একটি কাতল ধরেন ফরিদপুরের মমিন খাঁর হাট এলাকার জেলে জাহিদ হালদার। তিনি পাঙ্গাসটি ১২শ' টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকা এবং ১৬ কেজি ওজনের কাতলটি ১৪শ' টাকা কেজি দরে ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় ইউছুফ মেম্বারপাড়ার জেলে মোশারফ হালদারের জালে ধরা পড়ে ১০ কেজি ওজনের অপর পাঙ্গাসটি। মাছটি তিনি ১১শ' টাকা কেজি দরে মোট ১১ হাজার টাকায় বিক্রি করেন।  এ সময় মাছগুলো এক নজর দেখতে সেখানে স্থানীয়রা ভিড় করেন।

আড়তদার শাহজাহান সম্রাট জানান, মাছগুলো বিক্রির জন্য তিনি বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছ তিনটি প্রতি কেজিতে ১শ টাকা করে লাভ ধরে মোট ৫৬ হাজার ৮শ' টাকায় বিক্রি করেন। মাছগুলো ভালো দামে বিক্রি করতে পেরে তিনি এবং জেলেরা উভয়ই  অনেক আনন্দিত বলে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: