শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

অ্যাপসগুলো থাকলেই স্মার্ট-জীবন আরও সহজ

 প্রকাশিত: ১২:৪২, ৫ নভেম্বর ২০২০

অ্যাপসগুলো থাকলেই স্মার্ট-জীবন আরও সহজ

ডিজিটাল সময়ে অনেক কাজই আমাদের জন্য সহজ হয়ে গেছে। আর বেঁচে যাচ্ছে আমাদের মহামূল্যবান অনেকটা সময়।

আর এই সময় ও শ্রম বাঁচাতে সাহায্য করতে পারে বেশ কিছু অ্যাপস। 
অ্যাপসগুলো দিয়ে আমরা যেসব প্রয়োজনীয় কাজ খুব সহজেই করতে পারি।  

প্রথমেই আসে মাসের বিভিন্ন বিল দেওয়া। দীর্ঘ লাইনে অপেক্ষা করে বিদ্যুৎ-গ্যাসের বিল দেওয়ার দিন শেষ হয়েছে স্মার্টফোনে কিছু অ্যাপস ডাউনলোড করেই।  

দেশের অন্যপ্রান্তে থাকা প্রিয়জনের প্রয়োজনে টাকা পাঠাতে এখন লাগে মাত্র কয়েক সেকেন্ড। যদি হাতের ফোনটিতে থাকে বিকাশ-নগদের মতো অ্যাপস।  

অ্যাপসগুলো ব্যবহার করে কেনাকাটায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৫ থেকে ৩০ শতাংশ ছাড়ও পাওয়া যায়। রয়েছে ক্যাশ ব্যাক অফার।  

রেস্তোঁরার খাবার ঘরে বসে খেতে চাইলে ডাউনলোড করুন ফুডপান্ডা, হাংরিনাকি এমন কিছু অ্যাপস।  

যাওয়া আসার জন্য গাড়ি বা বাইকের জন্য নির্ভরযোগ্য অ্যাপস উবার-পাঠাও। বাইসাইকেলও পেয়ে যাবেন জো-বাইক অ্যাপস ব্যবহারে।  

নতুন এলাকায় বা দেশে রাস্তা বা বাড়ি খুঁজে  পেতে আপনাকে সহায়তা করবে অ্যাপে থাকা গুগল ম্যাপ। ঢাকার রাস্তায় যানজট কেমন এটাও জেনে যাবেন এই অ্যাপে।  

পিরিয়ডের তারিখ ভুলে যান অনেক নারীই। এবার থেকে তারিখ মনে রাখতে হবে না আপনাকে। অ্যাপ নামিয়ে নিন, থাকুন নিশ্চিন্ত। আগাম নোটিফিকেশন দিয়ে আপনাকে সাহায্য করবে।


ফিনান্সিয়াল গাইড বা হিসাবরক্ষকও এক ক্লিকেই। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আর বিভিন্ন কিস্তি দেওয়া নিয়ে আর ভাবতে হবে না।  
প্রতিদিন কত পা হাটছেন বা কত ক্যালোরি পোড়াচ্ছেন সবই জানা যাবে ছোট্ট একটা ট্রেকার অ্যপস।  

এছাড়া পুরো বিশ্বের সঙ্গে অল্প খরচে যোগাযোগ সহজ করে দিতে রয়েছে হাজারো অ্যাপস।  

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: